HSC 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [ব্যবসায় শিক্ষা বিভাগ Bundle]
আর মাত্র কয়েকটা দিন পরেই এইচএসসি ২০২৫ পরীক্ষা। এইচএসসি পরীক্ষা এখন তোমাদের দরজায় কড়া নাড়ছে। তোমরা যারা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিবে, এই শেষ সময়, সেরা প্রস্তুতির জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে একটি বান্ডেল কোর্স। এই কোর্সটি শুধুমাত্র ব্যবসায় শিক্ষার বিষয়গুলিই নয় বরং তার পাশাপাশি সাধারণ যে বিষয়গুলো আছে সেগুলোও কমপ্লিট করে দেবে। এইচএসসি পরীক্ষার শেষ সময় রিভিশন প্রোগ্রামের কোন বিকল্প নেই। প্রস্তুতি খুব ভালো হোক বা খারাপ উভয়ের জন্যই রিভিশন প্রোগ্রাম একটি অপরিহার্য বিষয়। তাই, শেষ সময়টা পড়াশোনার মধ্যেই রাখতে তোমাদের জন্য টেন মিনিট স্কুল নিয়ে এসেছে ‘HSC 25 শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স [ব্যবসায় শিক্ষা বিভাগ Bundle]’ নামের এই কোর্সটি।